ট্রাম্প কে সরাতে পেন্স রাজি না

                   ট্রাম্প কে সরাতে পেন্স রাজি না

                        হলেও এগোবেন পেলোসি


মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন,ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রাজি না হলেও পরিষদ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে অভিসংশনের পক্রিয়া শুরু করবে।

সিএনএনের খবরে জানা যায়,পেলোসি বলেন,হাউস স্থানীয় সময় আজ সকালে সবার সম্মতিতে ট্রাম্পকে অপসারণের প্রস্তাব পাস করার চেষ্টা করবে।সংবিধানের ২৫তম সংশোধনীর জন্য পেন্স ও ট্রাম্পের মন্ত্রীসভার প্রতি আহবান জানাবেন।

পেলোসি আরও বলেন,সবার সম্মতিতে ট্রাম্পকে অভিসশংসনের প্রস্তাব পাস না হলেও রিপাবলিকানদের বাধার মুখে পড়লে আগামীকাল মঙ্গলবার এটি আবার ভোটাভুটির জন্য আনা হবে।


পেন্সকে ২৪ ঘন্টার মধ্যে প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানতে হবে,এমনটা না হলে হাউস প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিসংশন করার প্রক্রিয়া শুরু করবে।ডেমোক্রেটিকদের উদ্দেশ্য পেলসি বলেন,"এরপর অভিসংশন আইন আনতে এগিয়ে যাবো।


গতবুধবার ক্যাপিটাল হিলে হামলার পর হাউসের ডেমোক্রেটিকরা অভিসংশনের কথা বলেন।ক্যাপিটাল হিলের ওই হামলায় মার্কিন এক পুলিশ কর্মকর্তাসহ পাচজন নিহত হন।

কোন মন্তব্য নেই

মনে রাখবেন: এই ব্লগের কোনও সদস্যই কোনও মন্তব্য পোস্ট করতে পারে৷

  কেস স্টাডি:বিবিসি বিবিসি অনলাইন সংবাদমাধ্যম নিয়ে লিখতে গেলে প্রথমেই অনলাইন সাংবাদিকতা    সম্পর্কে    জানতে হবে।     অনলাইন ...

Blogger দ্বারা পরিচালিত.